বিনোদন ডেস্ক : সিলভার স্ক্রিনে ঘনিষ্ঠতার দৃশ্য এখন আকছার দেখা যায়। তবে আট কিংবা নয়ের দশকে ব্যাপারটা এতটা সহজ ছিল না। ১৯৮৮ সালে ‘দয়াবান’ ছবিতে বিনোদ খান্নার সঙ্গে লিপ লকের দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত। ওই ছবিতে অভিনেতার সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক দৃশ্যও শ্যুট করেছিলেন মাধুরী। এই সিদ্ধান্তের জন্য সে সময় অনেক সমালোচনার শিকার হতে হয়েছিল মাধুরীকে। তবে প্রেমের এই দৃশ্যের পিছনে লুকিয়ে আছে এক যন্ত্রণার কাহিনিও! সেই কারণেই এই সিদ্ধান্ত আজও কুঁড়ে কুঁড়ে খায় অভিনেত্রীকে।
এক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেছিলেন অভিনেত্রী নিজেই। ঠিক কী হয়েছিল? টিনসেল টাউনের অন্দরে কান পাতলে শোনা যায়, বিনোদ খান্না অনেক বড় মাপের অভিনেতা। সেই কারণেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হয়েছিলেন মাধুরী। কিন্তু, অনস্ক্রিন মাধুরীকে চুমু খাওয়ার সময় নাকি সম্বিত হারিয়ে ফেলেছিলেন Vinod Khanna। পরিচালক সিন কাট করার পরেও চুমু খাওয়া থামাননি তিনি। এমনকী অভিনেত্রীর ঠোঁটে জোরে কামড় বসিয়েছিলেন বিনোদ। তাঁর এহেন আচরণে বেজায় চটে গিয়েছিলেন Madhuri Dixit। এরপরেই আর বিনোদ খান্নার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন তিনি।
সত্যিই পরবর্তীতে বলিউডের কালজয়ী নায়ক বিনোদ খান্নার সঙ্গে কাজ করেননি মাধুরী। এমনকী অভিনেত্রীর এক ফ্যানপেজে একসময় লেখা হয়েছিল যে মাধুরী আজও বিনোদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কেন অভিনয় করলেন সেটা ভাবেন। যদিও মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের দাবি, আটের দশকে সাহসি ওই দৃশ্যে অভিনয় করার জন্য এক কোটি টাকা নিয়েছিলেন মাধুরী দীক্ষিত। যদিও বিষয়টি আদৌ সত্যি কিনা তার কোনও প্রমাণ মেলেনি।
তবে এক সাক্ষাৎকারে মাধুরী বলেছিলেন, “আমি আজও ভাবি কেন ওই কিসিং সিনটা করলাম। আসলে আমি সেই সময় ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম। সেভাবে কারওকে চিনতাম না। ফলে হঠকারি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।”
তাঁর সংযোজন, “পর্দায় চুমু খাওয়ার ক্ষেত্রে যে না করা যায়, সেটা বুঝতে পারিনি। তাছাড়া আমার মনে হয়েছিল ছবির জন্য ওই দৃশ্যটা প্রয়োজনীয়। ইন্ডাস্ট্রির মারপ্যাঁচ বুঝতাম না তো! পরে ছবিটা দেখার পর বুঝেছিলাম, এই দৃশ্য বাদ দিলে কোনও অসুবিধা হতো না।”
তবে ঠেকে শিখেছিলেন মাধুরী দীক্ষিত। দয়াবান ছবির পর আর কোনও ছবিতে এহেন দৃশ্যে অভিনয় করেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।