১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এরপ্র আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন পর পর। শুধু অভিনয় নয়। ব্যক্তিত্বের জন্যও সর্বত্র প্রশংসিত সুস্মিতা।
কিন্তু হেনস্তা থেকে রেহাই পাননি বলিউডের এই বিউটি কুইন। সহ-অভিনেতার হাতে নাকি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন সুস্মিতা-এমনই দাবি তার।
অভিনেত্রী জানান, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সুস্মিতা। সেই সহ-অভিনেতা নাকি আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছিলেন তাকে। ২০০৬ সালে একটি ছবির শুটিংয়ে অভিনয় করতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছিল সুস্মিতার।
সুস্মিতার অভিযোগ, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন সেই অভিনেতা। তার খেয়াল ছিল না, শুটিং হচ্ছে। সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। অভিনেত্রীর দাবি ছিল, অভিনেতা তাকে আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছেন। যদিও সেই অভিনেতা জানিয়েছিলেন, তিনি ইচ্ছাকৃত কিছু করেননি। ভুল বোঝাবুঝির কারণে সুস্মিতার এমন মনে হয়েছে।
সহ-অভিনেতার আচরণের কথা ছবির পরিচালককেও জানিয়েছিলেন সুস্মিতা। পরিচালকও সুস্মিতাকে বুঝিয়ে বলেছিলেন, নেহাতই ভুল বোঝাবুঝির কারণ এমন কিছু ঘটেছে। সুস্মিতাও আর এক বার বিবেচনা করে দেখেন এবং অভিনেতার সঙ্গে সবটা মিটমাট করে নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।