Lilium GmbH জার্মানির এমন একটি কোম্পানি যা ভার্টিক্যাল টেকঅফ এবং ল্যান্ডিং এয়ারক্রাফট নিয়ে কাজ করে। এগুলো আসলে ঠিক মিলেটারি এয়ারক্রাফটের মত নয়। কেননা সাধারণ মানুষ এসব এয়ারক্রাফট ক্রয় করতে পারে ও ব্যবহার করতে পারে।
এ সকল এয়ারক্রাফট বিদ্যুতের উপর নির্ভর করে চালিত হয়। বর্তমানে তাদের Phoenix 2 এয়ার টেক্সি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এই উড়ন্ত গাড়িকে প্রোটোটাইপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এ এয়ার টেক্সিকে পঞ্চম জেনারেশনের ভার্টিক্যাল এয়ারক্রাফট বলা হয়।
এ প্রোটোটাইপ গাড়ির ইঞ্জিন সহজে কন্ট্রোল করা যায়। গাড়িটি যখন সারফেসে থাকবে তখন থেকেই আকাশে উড়া পর্যন্ত সবকিছু আপনার নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে।
এ গাড়ির মধ্যে কম্প্রেসড এয়ার ইলেকট্রনিক ইঞ্জিন সিস্টেম ব্যবহার করা হয়েছে। গাড়িটি এমনভাবে ডেভেলপ করা হয়েছে যেনো aerodynamic এফিসিয়েন্সি লক্ষ্য করা যায়।
প্রোটোটাইপ গাড়িটির আরেকটি ভালো দিক হচ্ছে এটি খুব বেশি শব্দ করে না। ইঞ্জিনের কোয়ালিটি খুবই ভালো। এয়ারক্রাফটি স্টার্ট দেওয়া, এরপর উলম্বভাবে সারফেস থেকে উপরে ওঠা এবং ফ্লাইট সিস্টেমে যাওয়া বেশ সহজ।
Phoenix 2 গাড়িটি নিয়ে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায় যে এয়ারক্রাফটি তার ডানার উপর ভর করে আকাশে উড়ে যাচ্ছে। এ টেস্ট ফ্লাইটে দেখা যায়, গাড়িটি ঘন্টা প্রতি ১৮০ কিলোমিটার বেগে ছুটে চলেছে।
তবে গাড়িটি এখনই গণ উৎপাদনে যাওয়ার জন্য প্রস্তুত নয়। বর্তমানে এসব উড়ন্ত গাড়ি তৈরির ব্যবসা বেশ লাভজনক হয়ে উঠছে। এসব গাড়ি বিদ্যুৎ চালিত হওয়ায় জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
কোম্পানি আসলে এখনই যে খুব বেশি অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখছে সেটাও নয়। মার্কেটে তাদের প্রমাণ করার ও মানুষের কাছে আস্থাভাজন হয়ে ওঠার জন্য আরো সময় লাগবে।
ধারণা করা হচ্ছে ২০২৩ সাল থেকে এসব উড়ন্ত গাড়ির গণ উৎপাদন শুরু হবে। ২০২৫ সালে বিশ্বব্যাপী মার্কেটে উন্মোচন করার জন্য পুরোপুরি এ প্রটোটাইপ গাড়ি প্রস্তুত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।