Advertisement
দেশের নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট বাড়তে থাকায় নৌপথে চলাচলের ওপর বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

রবিবার (২৮ ডিসেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় মাঝপদ্মায় বা বড় নদীগুলোতে দুর্ঘটনা এড়াতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, নদী এলাকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ মিটার বা তার চেয়েও নিচে নেমে আসতে পারে।
এমন পরিস্থিতিতে নৌযানগুলোকে ধীরগতিতে ও সাবধানে চলতে বলা হলেও কোনো সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে সংস্থাটি। কুয়াশার চাদরে ঢাকা নদীপথগুলোতে নৌ-যোগাযোগ কিছুটা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



