আপনার অনলাইন একাউন্টের ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করার কোন প্রয়োজন নেই। ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করলে যে আপনি অনলাইনে নিরাপদ থাকবেন বিষয়টি এরকম নয়। আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করার সঠিক সময় এবং সঠিক পদ্ধতি জানতে হবে।
হ্যাকারদের হাত থেকে আপনার অ্যাকাউন্টকে সবসময় হয়তো বাঁচানো সম্ভব নয়। তবে আপনার কোন একাউন্ট হ্যাকিং এর শিকার হলে দ্রুত গতিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অনেক সময় পাসওয়ার্ড ম্যানেজারের একটি গুরুত্বপূর্ণ ফিচার থাকে। তারা সকল পাসওয়ার্ড মনিটর করে এবং এ পাসওয়ার্ড সমূহের হেলথ কেমন সেটা পরীক্ষা করে দেখে।
যদি পাসওয়ার্ডের স্টাইল দুর্বল হয় তাহলে তা ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হয়। আর যদি পাসওয়ার্ড এর স্টাইল শক্তিশালী থাকে তাহলে ব্যবহারকারীকে আর কোনো দুশ্চিন্তা করতে হয় না।
পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে একটি মনিটরিং টুল যোগ করে দেওয়া থাকে। কোন হ্যাকার যদি আপনার একাউন্টের পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করে তাহলে তা মনিটর করা সম্ভব হয়। আপনার পাসওয়ার্ড হ্যাকারদের তালিকায় থাকলে সেটা মনিটরিং টুল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হয়। কাজেই আপনি এরকম কোন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন যেখানে এ মনিটরিং টুল ফিচারটি যোগ করা আছে।
সবথেকে গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা আপনাকে দেওয়া হবে সেটা হচ্ছে ওয়েবসাইটে কখনো আপনার পাসওয়ার্ড সেভ করে রাখবেন না। অনেক সময় আপনার নানা ধরনের অনলাইন একাউন্ট থাকতে পারে।
ব্যাংকিং, গেমিং, ওটিটি প্লাটফর্ম ও সামাজিক মাধ্যম সহ নানা ধরনের একাউন্টের পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করে রাখতে হয়। হ্যাকাররা ব্রাউজারের যেখানে পাসওয়ার্ড সেট করা থাকে সে অংশ হ্যাকিং করে লগইন ইনফরমেশন নিয়ে নেয়। এর জন্য গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স সহ কোন ব্রাউজারেই আপনি পাসওয়ার্ড সেভ করে রাখবেন না।
ব্রাউজারের পরিবর্তে আপনি পাসওয়ার্ড ম্যানেজার টুল ইন্সটল করতে পারেন। আপনি ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করা থেকে পাসওয়ার্ড ম্যানেজার টুল আপনাকে একটি শক্তিশালী ইউনিক পাসওয়ার্ড তৈরি করার পরামর্শ দিলে আপনি সেটাই ব্যবহার করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।