স্থানীয়রা জানায়, নিহত বিধবা মাজেদা বেগম (৫২) তিন সন্তানের জননী। ওই বাড়িতে তিনি একাই থাকতেন। প্রায় ৭/৮ বছর ধরে তারা এই এলাকার বাসিন্দা।
প্রতিবেশী দেবর মো. হান্নান সরকার বলেন, ‘আজ (সোমবার) সকাল ৯টায় ওই বাড়িতে গাছ পরিস্কার করতে এসে তার ঘরে লাশটি দেখতি পাই। এ সময় ওড়না দিয়ে পা বাঁধা ছিল। আমার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসে।’
সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) ইখতিয়ার আহমেদ দুপুর ১২টায় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে নিহতার মরদেহ উদ্ধার করেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, তার স্বাভাবিক মৃত্যু ছিল না। পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।