লাইফস্টাইল ডেস্ক: যেকোনো ঋতুতেই পোকামাকড়ের উপদ্রবে ঘরে থাকা মুশকিল হয়ে পড়ে। বিশেষত মশা এখন আতঙ্কে রূপ নিয়েছে। আর মশা নিধনে আমাদের চেষ্টার কমতি নেই। কিন্তু তাতে দৃশ্যমান কোনো ফলাফল মিলছে না।
আপনি কি জানেন ঘরে কিছু গাছ রাখলে সহজেই পোকামাকড়ের উপদ্রব থেকে রেহাই পাবেন। যাদের বাড়িতে ইনডোর প্লান্টস আছে তাদের জন্য এই লেখাটি সহায়ক হবে:
গাঁদা ফুলের গাছ
শীতকালে গাঁদা ফুলের গাছ দেখা যায় অনেক বাড়িতেই। শুধু সৌন্দর্যই নয় গাঁদা ফুল গাছের উপকারিতা আছে অনেক। এই গাছে কিছু উপাদান আছে যার কারণে অনেক ক্ষতিকর পোকামাকড় কাছ ঘেষতে পারে না। বাড়িতে মশা ও অন্যান্য পোকামাকড় দূর করতে অবশ্যই গাঁদা গাছ বসান।
বেসিল পাতা
খাবারের স্বাদ বাড়াতে বেসিল ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন পোকামাকড় তাড়াতেও বেসিল পাতা রাখা যায়।
পুদিনা পাতা
মশা দূর করতে পুদিনা পাতার জুড়ি নেই। পুদিনা পাতার ঘ্রাণে মশা অস্বস্তিবোধ করে। তাই পুদিনা পাতা রাখলে ঘরে মশার উপদ্রব কমানো যাবে।
স্মার্টফোনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে? নিয়ন্ত্রণ করবেন যেভাবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।