Advertisement
স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানেডে সিরিজেরে শেষ ম্যাচে সফরকারী শ্রীলংকার বিপক্ষে বোলিং করছে পাকিস্তান। এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। পাকিস্তানের সিরিজ জয়ের করাচি স্টেডিয়ােমে মুখোকুখি হয়েছে দু’দল।
আজ বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচে ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারালেও ওপেনার দানুষ্কা গুনাথিলাকার ব্যাটিং নৈপুণ্যে ধীরে ধীরে বড় লক্ষ্যমাত্রা তাড়া সেট করতে যাচ্ছে শ্রীলংকা। ১৩১ রান করে এখনো ক্রিজেই ব্যাট চালিয়ে যাচ্ছেন গুনাথিলাকার।
এখন পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৪৩ ওভার শেষে ৫ উইকেটে ২৩৬ রান।
অন্যদিকে পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পান আমির, শিনওয়ারী, নাওয়াজ ও শাদাব খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।