বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের সুবিধার্থে ঘরে ঘরে স্মার্টফোন পরিষেবা চালু করেছে ভারতের স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ড লাভা। দেশটির নয় হাজারের বেশি পিনকোডকে এ পরিষেবায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আসন্ন সব স্মার্টফোনের জন্য এ পরিষেবা গ্রহণ করা যাবে।
এক বিবৃতিতে লাভা জানায়, কোনো গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়ার ২ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করা হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান করা হবে। কোনো সেলফোনের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে লাভার অফিশিয়াল ওয়েবসাইট থেকে পরিষেবা নেয়া যাবে। —ইটিটেলিকম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।