ঘরে ঢুকে ভাই দেখল ছোট্ট বোনের সঙ্গে উ লঙ্গ হয়ে শুয়ে আছে মোহন
মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান পল্লীতে চার বছরের শিশুকে ধ র্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মোহনলাল ভর।
ঘটনাটি ঘটেছে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের রিকিয়াশন পাড়ায়। মোহনলাল একই এলাকার সিতারাম ভরের ছেলে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ছোট মেয়েকে বাড়িতে রেখে চা-বাগানে কাজে যান মা-বাবা। এ সযোগে দুপুরে পরনের কাপড় খুলে চার বছর বয়সী মেয়েকে নিয়ে শুয়ে ছিলেন মোহনলাল। একপর্যায়ে তাদের আট বছরের ছেলে ঘরে ঢুকলে মোহনলাল পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, খবর পেয়ে ইউপি সদস্য সাবিদ আলিসহ এলাকার লোকজন নিয়ে ভুক্তভোগী মেয়েটির বাড়িতে যাওয়া হয়। সেখানে ঘটনার সত্যতা পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই পবিত্র শেখর দাশ ও মহাদেব বাছাড়।
পুষ্প কুমার কানু আরো বলেন, চুরি, শিশু ধ র্ষণচেষ্টাসহ একাধিক অভিযোগ রয়েছে মোহনলালের বিরুদ্ধে। তাকে ধরতে লোক লাগানো হয়েছে।
কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাশ বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।