রান্নাঘরেই লুকিয়ে রূপরহস্য! ঝকঝকে ত্বক পেতে ঘরোয়া টোটকায় ভরসা তারকাদেরও
বিনোদন ডেস্ক : নামীদামি সংস্থার প্রসাধনী নয়, ভাল ত্বকের রহস্য লুকিয়ে রান্নাঘরেই। ত্বকের পরিচর্যায় তারকাদেরও পছন্দ ঘরোয়া টোটকাই।
প্রিয় অভিনেত্রীর মতো ঝকঝকে ত্বক কে না চায়! কিন্তু খরচের কথা ভেবে পিছিয়ে আসেন অনেকেই। শুধুমাত্র ত্বকের পরিচর্যায় সময় ব্যয়েও আগ্রহ নেই অনেকের।
কিন্তু কম খরচে, বাড়িতে বসেই পেতে পারেন ঝকঝকে ত্বক। কাজের ফাঁকে, এমনকি কাজ করতে করতেও ব্যবহার করতে পারেন ঘরোয়া টোটকা।
নামীদামি সংস্থার প্রসাধনীর প্রয়োজন নেই এক্ষেত্রে। এমনকি বলিউডের প্রথম সারির অভিনেত্রীরাও ত্বকের পরিচর্যার ক্ষেত্রে ঘরোয়া টোটকাকেই ভরসা করেন।
ঘরোয়া টোটকায় অনন্যা পান্ডে অনেকের থেকেই এগিয়ে। এ ক্ষেত্রে রান্নাঘরই ভরসা তাঁর। বেসন, হলুদ, মধু এবং দইয়ের প্যাক মুখে লাগান অনন্যা।
আলিয়া ভাট্টের ভরসা আবার মুলতানি মাটি। মুলতানি মাটি এবং গোলাপ জলের মিশ্রণ মুখে লাগান আলিয়া। গোলাপজলের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে অ্যালোভেরা জেলও।
অনুষ্কা শর্মাও দামি প্রসাধনীর চেয়ে ঘরোয়া টোটকাকে এগিয়ে রাখেন। নিমপাতা বাটা, হলুদ এবং জলের মিশ্রণ মুখে লাগান অভিনেত্রী।
জাহ্নবী কাপুর আবার ফলের উপর ভরসা করেন। কলা অথবা পেঁপে বেটে নেন তিনি। তুলোয় লাগিয়ে মুখে লাগান। আট থেক ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিলেই হল।
চেহারা দেখে বয়স বোঝার উপায় নেই। কারিনা কাপূরও ঘরোয়া টোটকায় বিশ্বাসী। হলুদ বাটা এবং মধু মিশিয়ে মুখে লাগান কারিনা।
বিদেশি সংস্কৃতিতে বড় হয়েছেন বটে। তবে অনেক বেশি ভারতের হয়ে গিয়েছেন ক্যাটরিনা কাইফ। মুখে তেল লাগান ক্যাটরিনা। এক ঘণ্টা পর গরম জলে তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নেন।
ত্বকের পরিচর্যায় জ্যাকলিন ফার্নান্ডেজের ভরসা বরফ। বরফের কিউব মুখে ঘষেন অভিনেত্রী। ১০ মিনিট এ ভাবে মাসাজ করেন তিনি, তবে মুখ জ্বালা করলে মোটেই এগোবেন না।
সারা আলি খান আবার মধুকে ভরসা করেন। মুখে মধু লাগিয়ে রাখেন। কখনও কখনও তার সঙ্গে মিশিয়ে নেন দুধের সর।
টমেটোর গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই অবহিত। আথিয়া শেট্টিও টমেটো লাগান মুখে। টমেটোর রস মুখে লাগিয়ে রাখেন। তার পর ধুয়ে নেন ঠান্ডা জলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।