সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গণহত্যা দিবস পালিত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, নিরাবতা পালন, আলোচনা সভা ও ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দিনটি শুরু হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ রাজনৈতিক নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২২ নভেম্বর পূর্ব আকাশে ভোরের সূর্য উঠার সাথে সাথে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামে শুরু হয় পাক-হানাদার বাহিনীর বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম নারকীয় হত্যাকাণ্ড। বেয়নেট দিয়ে খুঁচিয়ে , আগুনে পুড়িয়ে তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জনকে হত্যা করে হানাদার বাহিনী।
পুড়িয়ে দেয় গ্রামের শত শত ঘরবাড়ি, স্কুল কলেজ ও গ্রামীণ স্থাপনা। এরপর ২০১২সালে স্মৃতিস্তম্ভ তৈরি করলেও শহীদদের ইতিহাস জানার জন্য স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের দাবি গণ-পাঠাগার স্থাপনের।
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।