বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা খুলে মোবাইল আনলক করে অভিনব এক কাণ্ডে হতবাক প্রযুক্তি প্রেমিকরা। বর্তমান যুগে প্রায় সবার মোবাইল ফোনেই থাকে অনেক ছবি, তথ্য, বিভিন্ন অ্যাপ। স্মার্টফোনের এই দুনিয়ায় অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টও যুক্ত থাকে মোবাইলে। বর্তমানে অধিকাংশ স্মার্ট ফোনে তথ্য সুরক্ষার জন্য বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তি ব্যবহার করা হয় – ফেস ডিটেক্টর , ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার-এর মতো বায়োমেট্রিক ব্যবস্থা দেওয়া থাকে। সম্প্রতি ফোনের ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি ব্যবহার করে হুয়াং নামে চীনের এক ব্যক্তি চুরির ঘটনা ঘটিয়েছে।
ফোনের ফেসিয়াল রিকগনিশন কতটা ভয়াবহ হতে পারে তা এ ঘটনা সামনে আসায় প্রমাণিত হল। সম্প্রতি হুয়াং নামে চীনের এক ব্যক্তি প্রেমিকার সঙ্গে কয়েকদিন ধরে একসাথে থাকছিলেন। প্রেমিকা ডং রাতে এ পর্যায়ে ঘুমিয়ে পড়লে হুয়াং প্রেমিকার ফোনটি নিয়ে প্রেমিকার আঙুলের ছাপ দিয়ে ফোনটি আনলক করে ফেলে। সেই নারীর মোবাইলে থাকা ব্যাঙ্কের অ্যাপে ঢুকতে চেষ্টা করে কথিত প্রেমিক হুয়াং। কিন্তু সেখানে ছিল ফেসিয়াল রিকগনিশন। আর এর জন্য দরকার ছিল প্রেমিকাকে ফোনের দিকে যেকোন মূল্যে তাকাতে হবে। কিন্তু প্রেমিকা তখন গভীর ঘুমে মগ্ন। হুয়াং ঘুমন্ত প্রেমিকার চোখ খুব সাবধানে দুই আঙুল দিয়ে হালকা টেনে ধরে, হালকা চোখ খোলা মুখ মোবাইলকে দেখাতেই খুলে যায় ব্যাঙ্কের অ্যাপ।

এবার সেখানে গিয়ে পাসওয়ার্ড বদলে নেয় হুয়াং। তারপরে ডং-এর আঙ্গুলের ছাপ ব্যবহার করে তার স্মার্টফোনটা আনলক করে ফেলেছিল হুয়াং। তারপর আবার ফোনের ফেসিয়াল এবং ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে সে ডং-এর ‘আলিপে পেমেন্ট প্ল্যাটফর্ম’এর অ্যাক্সেস পেয়ে গিয়েছিল হুয়াং। ডং-এর অ্যাকাউন্ট থেকে ১,৫১,২০২ ইউয়ান অর্থাৎ প্রায় ১৮ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এ ঘটনার পর প্রেমিকাকে ফেলে পালিয়ে যায় সে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে তাকে গ্রাস করেছিল জুয়ার নেশা। আর এই করতে গিয়ে তার অনেক অর্থ ধার হয়ে গিয়েছিল। চুরির অর্থ হুয়াং ব্যবহার করেছিল সেই জুয়া খেলার ঋণ মেটাতে। পরের দিন সকালে ব্যাঙ্ক থেকে বড় মাপের টাকা স্থানান্তরের বিষয়ে সতর্ক করা হয়েছিল ডং-কে। তখনই প্রথম তিনি চুরির বিষয়টা ধরতে পেরেছিলেন। এই ঘটনার কয়েক মাস পর হুয়াংকে গ্রেফতার করেছিল চীনা পুলিশ। সম্প্রতি ন্যানিং-এর এক আদালত তাকে চুরির দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাকে ২০,০০০ ইউয়ান জরিমানাও দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।