দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। কোমায় থাকার সময় তিনি ‘ঘুমন্ত রাজকুমার’ নামে পরিচিতি পান। গতকাল শনিবার (১৯ জুলাই) তার মৃত্যু নিশ্চিত করেছে সৌদি রয়েল কোর্ট।
২০০৫ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান প্রিন্স আল-ওয়ালিদ। এরপর থেকে টানা দুই দশক তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়। অবশেষে শনিবার তার মৃত্যু হয়।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, আজ রবিবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ছেলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিশ্চিত করেন তার বাবা প্রিন্স খালিদ বিন তালাল। তিনি লিখেছেন, “আল্লাহর ফয়সালা ও তাকদিরের ওপর পূর্ণ বিশ্বাস রেখে গভীর দুঃখ ও শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল-ওয়ালিদ ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন।”
প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যুতে সৌদি রাজপরিবারসহ দেশটির বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।