জুমবাংলা ডেস্ক : ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে নিয়ে মুখ খুলেছেন তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী।
রবিবার (৬ অক্টোবর) সম্রাটকে গ্রেফতারের পর গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শারমিন চৌধুরী জানান, সম্রাটের প্রথম স্ত্রী আইনজীবী ছিলেন।
তিনি বলেন, ওই আপু এ্যাডভোকেট ছিলেন। সম্রাট যখন অফিস থেকে রাতে বাসায় আসতেন তখন তিনি ঘুম থেকে (আগে ঘুমিয়ে পড়তেন) উঠতেন। এজন্য তাকে ডিভোর্স দিয়ে দেয়।
মহাখালীর ডিওএইচএস-এর বাসায় থেকে সময় টিভিকে দেয়া সাক্ষাৎকারে শারমিন চৌধুরী আরো বলেন, ও (সম্রাট) অন্য লাইনে চলে গেছে। তবে ক্যাসিনোর টাকা সে সংসারে খরচ করতো না। অবৈধ টাকা পরিবারের সদস্যদের দিত না।
এসময় তিনি বলেন, এই অভিযান আরও আগে করলে ভালো হতো। এই অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
এর আগে রবিবার (৬ অক্টোবর) ভোরে সহযোগী আরমানসহ কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়।
ভিডিও : সময় টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।