আন্তর্জাতিক ডেস্ক : ২৬ মার্চ থেকে করোনা লকডাউনের আওতায় আছে ইতালি। দেশটির শহরগুলো পরিণত হয়েছে মৃতদের নগরীতে। তবে ঘুরে দাঁড়াচ্ছে ইতালি। আসছে মে মাসের শুরুতে লকডাউন তুলে নেয়ার কথা ভাবছে দেশটির প্রশাসন।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টি মঙ্গলবার জানান, ৪ মে ইতালির লকডাউন তুলে দেওয়া হতে পারে। তবে পশ্চিমা গণতন্ত্রে কিছু এলাকার কঠোর লকডাউন ব্যবস্থা পুরোপুরি তুলে নাও দিতে পারেন। তিনি বলেন, অনেক নাগরিক এ পর্যন্ত যে প্রচেষ্টা চালিয়েছেন তাতে ক্লান্ত হয়ে পড়েছেন। এই সপ্তাহেই এই ব্যবস্থার কিছু অংশের শিথিলতা চান। কিংবা পুরোপুরি উঠিয়ে নেওয়ার পক্ষে।
করোনা মহামারীর আগ থেকেই ইতালির অর্থনীতি এক ভগ্নস্তূপের মত ছিল। করোনা আসার পর আরো খারাপ হয়েছে পরিস্থিতি। দেশটির উত্তরাঞ্চল করোনা লকডাউনে ক্ষতিতে পড়েছে সবচেয়ে বেশি।
বর্তমানে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য শিল্পগুলোকে চালু রাখার প্রয়োজন মনে করছে সরকার। সম্প্রতি কেউ কেউ কম জনবল নিয়ে শিল্প প্রতিষ্ঠান খোলার অনুমতি পেয়েছে। অনেকগুলো শহরে ৪০ শতাংশের বেশি কাজকর্ম শুরু হয়েছে বলে জানিয়েছেন ইতালির ভেনেটোর আঞ্চলিক গভর্নর লুকা জাইয়া। সূত্র: এপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।