জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা দিলে সম্মান থাকে।’ এরপর তিনি টাকাসহ আবেদনটি ড্রয়ারে রেখে দেন। এসময় তার সামনের চেয়ারে দুই জন লোক বসা ছিলেন।
শুক্রবার (১৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সঙ্গে ওসির কথোপকথনের ওই ভিডিও কেউ একজন ধারণ করেন। কোনো একটি বিষয়ে জিডি করতে এসময় বেলায়েত ও ওসি এনায়েতের ওই কথা হয়। এসময় জিডির কাগজটি টাকাসহ দিলে ওসি সেটা দেখিয়ে বলতে থাকেন- ‘এতো কম টাকা দিলে সম্মান থাকে।’
এই ব্যাপারে বেলায়েত হোসেন বলেন, ঘটনাটি আমার মনে নাই। তাছাড়া ওসির বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানীসহ নানা অভিযোগ রয়েছে। জনগণ রাত জেগে পাহারা দিয়েও ডাকাতির আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না। প্রায় প্রতিদিনই ডাকাতি হচ্ছে। এসব নিয়ে ওসির বিরুদ্ধে জনগণ অতিষ্ট।
এর আগে ১৫ এপ্রিল জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মোল্লা নানা অভিযোগ এনে তাকে প্রত্যাহারে দাবি জানিয়ে স্বরাষ্ট্র সচিব বরাবর লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ওসি এনায়েত হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মোবাইল ফোনে বলেন, বিষয়টি শুনেছেন। তদন্ত করে সত্যতা পেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।