জুমবাংলা ডেস্ক : বরিশালে এক বিচারপ্রার্থীর কাছে প্রকাশ্যে ঘুষ দাবি করার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর বরিশাল দ্রুত বিচার আদালতের সেরেস্তা সহকারী রেখা রানী দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সরকারি কৌঁসুলি আইনজীবী একেএম জাহাঙ্গীর বলেন, শুক্রবার ও শনিবার আদালত বন্ধ থাকায় তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সাপ্তাহিক ছুটির পর রোববার (১৭ নভেম্বর) আদালত খুললে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
রেখা গত চারদলীয় জোট সরকারের সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অফিস সহায়ক (পিওন) পদে চাকরিতে যোগ দেন। পরে দুই দফায় পদোন্নতি পেয়ে পর্যায়ক্রমে প্রসেস সার্ভার ও সেরেস্তা সহকারী হন।
গত শুক্রবার বিকালে একটি ওয়েবসাইটে রেখার ঘুষ দাবির ৬ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিও প্রকাশিত হয়। এর পরেই তা গণমাধ্যমে প্রকাশিত হয়।
জানা গেছে, সম্প্রতি একটি মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে জামিন আদেশের (বেলবন্ড) নকল কপি তোলার জন্য নিয়ম অনুযায়ী কোর্ট ফি-সহ আবেদন করেন ঝালকাঠির নলছিটির বাসিন্দা মনির হোসেন।
এরপর নকল জামিন আদেশ পাওয়ার জন্য যোগাযোগ করলে সেরেস্তা সহকারী রেখা রানী দাস তার কাছে এক হাজার টাকা দাবি করেন। কিন্তু মনির টাকা দিতে অপারগতা প্রকাশ করে বিষয়টি তার মোবাইলে ধারণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।