জুমবাংলা ডেস্ক : করদাতা থেকে ঘুষ গ্রহণের অভিযোগে আয়কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি চট্রগ্রাম আপীলাত ট্রাইবুন্যাল, দ্বৈত বেঞ্চ এ কর্মরত আছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।
অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোডের (এনবিআর) চেয়ারম্যান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গত ২ সেপ্টেম্বর নিজ কার্যালয়ে ঘুষ গ্রহণের অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ ধারা মোতাবেক তাকে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড এর আয়কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ সেবাগ্রহীতার কাছে ঘুষ চাওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এ সংক্রান্ত আদেশ জারি করছে।
এনবিআর কর্মকর্তারা জানান, চট্টগ্রামের কর আপিল ট্রাইব্যুনালের বিচারক ছিলেন শফিকুল ইসলাম আকন্দ। সম্প্রতি এক করদাতা তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার দপ্তরে ঘুষ চাওয়ার অভিযোগ করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করা হয়।
শফিকুল ইসলাম আকন্দকে বৃহস্পতিবার চট্টগ্রাম কর আপিল ট্রাইব্যুনাল থেকে ঢাকায় কর অঞ্চল সাতে বদলি করা হয়। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগেই বরখাস্ত হলেন তিনি।
এর আগে করদাতাদের হয়রানির কারণে রাজশাহী থেকে খুলনায় বদলি করা হয়। সর্বশেষ তাকে চট্রগ্রাম আপীলাত ট্রাইবুন্যালে বদলি করা হয়।
এ ব্যাপারে বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করা হলে সাড়া দেননি শফিকুল ইসলাম আকন্দ। তিনি বিসিএস ১৩ ব্যাচের আয়কর ক্যাডারের কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।