Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ঘুষ নেওয়া বন্ধ করতে পকেট বিহীন পোষাক বানানোর সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া সরকার। বলা হয় পুলিশ জনগণের বন্ধু। পুলিশ কাজও করবে জনস্বার্থে। কিন্তু পৃথিবীর অনেকগুলো দেশেই এর বাস্তব চিত্র পুরো উল্টো।
যেসব দেশে পুলিশের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে সেসব দেশের উন্নয়ন প্রতিনিয়ত বাধাগ্রস্থ হতে দেখা যায়। কেনিয়াতেও তার ব্যত্যয় ঘটছে না। এ কারণে ঘুষ নেওয়া বন্ধ করতে কেনিয়ার সরকার পুলিশদের পোষাকে কোন পকেটই না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির সরকারের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, পোষাকে যদি পকেট না থাকে তবে ঘুষের টাকা রাখার জায়গাও থাকবে না। সুতরাং ঘুষ নেওয়ার প্রবণতাও কমে যাবে। আর কেনিয়ায় ডিজিটাল পদ্ধতিতে ঘুষ নেওয়ার রাস্তা এখনো বের হয়নি।
সুত্রঃ আফ্রিকান ডেইলি
ভাষান্তর : জুমবাংলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।