আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কন্নৌজে ঘুষ হিসেবে ৫ কেজি আলু চেয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তবে তদন্তে উঠে এসেছে আলুকে ঘুষের প্রতীকি শব্দ হিসেবে ব্যবহার করেছেন তিনি।
রাম ক্রিপাল সিং নামের এই এসআইয়ের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি একটি মামলা নিষ্পত্তি করার জন্য এক কৃষকের কাছে ঘুষ চান।
ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছে এসআই ক্রিপাল সিং কৃষককে বলছেন তাকে ৫ কেজি আলু দিতে হবে। তখন কৃষক জানান তার এই সামর্থ নেই। এর বদলে তিনি ২ কেজি আলু দিতে পারবেন। কৃষকের জবাব শুনে ক্ষেপে যান পুলিশের এই কর্মকর্তা। কথার এক পর্যায়ে ওই কৃষক তিন কেজি আলু দিতে রাজি হন।
কন্নৌজের এসপি অমিত কুমার আনন্দ সৌরিখ থানার অধীন ভাওয়ালপুর চাপুন্না চৌকিতে নিযুক্ত ওই সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। মামলার বিভাগীয় তদন্তেরও পরামর্শ দেওয়া হয়েছে।
কন্নৌজের সার্কেল অফিসার কমলেশ কুমারকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই: উপদেষ্টা নাহিদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।