জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরের উপর ধীরে ধীরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। সেটি ক্রমে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে করা হচ্ছে। ১৬ মে থেকে ২২ মে-র মধ্যে আন্দামান উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টি হবে। ২৩ মে থেকে ২৮ মে-র মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শক্তি’-তে রূপান্তরতি হতে পারে। যদি ঘূর্ণঝড়টি স্থলভাগে আছড়ে পড়ে তাহলে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা প্রভাবিত হবে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং চট্টগ্রামেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে।
যদিও মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানায়নি। গত বুধবার মৌসম ভবন জানিয়েছে, কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়নি। আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, ঘূর্ণিঝড় নয়।
মৌসম ভবন জানিয়েছে, ১৩ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে পৌঁছেছে। গত সাত বছরের তুলনায় যা স্বাভাবিকের থেকে কিছুটা আগেই এসে পৌঁছেছে।
ঘূর্ণিঝড় ‘শক্তি’ বঙ্গোপসাগরে তৈরি হলে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে জলোচ্ছ্বাস এবং বন্যা পরিস্থিত তৈরি হতে পারে। বাংলাদেশ এবং ভারত ক্ষয়ক্ষতির মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
উচ্চ-বায়ু সঞ্চালনের কারণে দেশের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস করেছে মৌসম ভবন। এখন থেকে মে মাসের মাঝামাঝি সময়ে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান এবং হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, ঝড় এবং দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২২ মে পর্যন্ত, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সম্ভাবনা। জায়গায় জায়গায় তুমুল ঝড়, বৃষ্টি, কালবৈশাখী দাপট দেখাবে। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একটানা ঝড় বৃষ্টিতে বেশ কিছু জেলায় দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।