জুমবাংলা ডেস্ক : মো. রাশেদুল ইসলাম অনিক (২৬) পেশায় একজন সিকিউরিটি গার্ড। সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় কক্সবাজার সমুদ্র সৈকতে একটি টেলিভিশনের লাইভ সম্প্রচারের সময় ছবি তুলে ভাইরাল হয়েছেন তিনি।
সোমবার (২৪ অক্টোবর) বেসরকারি একটি টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি লাইভে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের খবর জানাচ্ছিলেন। এ সময় রিপোর্টারের পেছনে থাকা বালুভর্তি জিও ব্যাগের ওপর আড়াআড়ি করে শুয়ে পোজ নিয়ে সৈকতে থাকা ফটোগ্রাফারদের দিয়ে ছবি তুলতে দেখা যায় রাশেদুলকে।
এরপর অনেকেই টিভির ওই লাইভ ভিডিওটি এবং ওই যুবকের পোজ নিয়ে ছবি তোলার বিষয়টি স্ক্রিনসট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
জানা যায়, মো. রাশেদুল ইসলাম অনিকের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। ২১ অক্টোবর গ্রামের বাড়ি থেকে তার দুই বন্ধু কক্সবাজারে ঘুরতে যাওয়ার উদ্দেশে চট্টগ্রামে তার কাছে যায়। এরপর রাশেদ ৪ দিনের ছুটি নিয়ে ওই দুই বন্ধুকে নিয়ে ২৩ অক্টোবর কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান। ২৪ অক্টোবর সকাল ৮টা থেকে তারা তিনজন সৈকতের বিভিন্ন জায়গায় ঘুরে-ফিরে ছবি তুলেছিলেন। এক পর্যায়ে তিনি বালুভর্তি জিও ব্যাগে শুয়ে পোজ নিয়ে ছবি তুলতে গেলে টিভির লাইভে তার পোজ নেওয়ার দৃশ্য চলে আসে।
রাশেদের বন্ধু আরিফুল ইসলাম সোহেল জানান, প্রথমে তারা কেউই এ বিষয়টি জানতেন না। রাতে হোটেলে গিয়ে ফেসবুকে ঢুকে সৈকতের ছবি আপলোড দেবেন, এমন সময় হঠাৎ টিভির ওই লাইভ আরিফের নজরে পড়ে। এরপর তারা ৩ বন্ধু ওই লাইভ ভিডিও দেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদের পোজ নেওয়া দৃশ্যটির ভিডিও ও স্ক্রিনসট ছবি ছড়িয়ে পড়লে লজ্জাবোধ করেন তিনি।
এ বিষয়ে রাশেদের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।