জুমবাংলা ডেস্ক: সুপার সাইক্লোন ‘আম্ফান’ পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীর ২৫টি জাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী যেকোন পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম, খুলনা ও মংলা নৌঅঞ্চলে নৌবাহিনীর ২৫টি জাহাজ প্রস্তুত রেখেছে বলে জানিয়েছে।
সেইসাথে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুরসহ উপকূলীয় দূর্গত এলাকাগুলোতে মোতায়েনের জন্য নৌ কন্টিনজেন্ট প্রস্তুত রাখা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় দুর্গত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সুপার সাইক্লোন ‘আম্ফান’ আগামীকাল (২০ মে) বিকাল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ বিকালে আবহাওয়ার ২৬ নম্বর বিশেষ বুলেটিনে বলা হয়, পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার সাইক্লোন ‘আম্ফান’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ আকারে অবস্থান করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।