‘ফণী’ আতঙ্কে বিমানবন্দরে সতর্কতা, শিডিউল বিপর্যয়

বিজনেস ডেস্ক : ঘূর্ণিঝড় ‘ফণী’কে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে দেশের প্রায় সবগুলো বিমানবন্দর। অনাকাঙ্খিত দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে বেশকিছু পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে। এছাড়া বিমানের শনিবার (০৪ মে) শিডিউলের ঢাকা-কলকাতা বিজি ০৯৫ ফ্লাইট বিলম্ব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক উইং কমান্ডার চৌধুরী জিয়াউল কবির এসব তথ্য জানান। তিনি বলেন,‘দুর্যোগের সময় বিমানবন্দরে কী ধরনের ব্যবস্থা নিতে হবে তার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। গতরাতেই এ বিষয়ে দেশের উপকূলীয় সব বিমানবন্দরের পরিচালক, ম্যানেজারদের সঙ্গে কথা বলা হয়েছে। সিচুয়েশন বুঝে তাদেরকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।’

শুক্রবার (০৩ মে) স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ উড়িষ্যার পুরিতে ঘণ্টায় প্রায় দুইশ’ কিলোমিটার বাতাসের গতিবেগে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’। ঘূর্ণিঝড়টির হুমকির মুখে রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকাও। এরইমধ্যে উড়িষ্যায় ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

এ প্রসঙ্গে আলাপকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান,‘আবহাওয়া পরিস্থিতি ভালো না থাকার কারণে সারাদেশের বিমানবন্দরগুলোকে সতর্ক করা হয়েছে। এজন্য বিমানসহ বেসরকারি উড়োজাহাজের ফ্লাইট শিডিউল পরিবর্তন করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের ঢাকা-যশোর রুটের বিজি ৪৬৭ এবং সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের যশোর-ঢাকা রুটের বিজি ৪৬৮ ফ্লাইট বাতিল করা হয়েছে।’