জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফণীর কারণে আগামী ৪ মে’র এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ফণীর কারণে চলমান এইচএসসি পরীক্ষার ৪ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষার এ বছরের সূচি অনুযায়ী আগামী ৪ মে শনিবার উচ্চতর গণিত, গার্হস্থ্য বিজ্ঞান ও ইসলাম শিক্ষা পরীক্ষা হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড় ফণী আগামীকাল শুক্রবার বিকাল নাগাদ বাংলাদেশের উপকূলীয় জেলায় আঘাত হানতে পারে। আবার সেটা শনিবারও আঘাত হানতে পারে। বলা হচ্ছে, ঘূর্ণিঝড় ফণী হবে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।