নিজস্ব প্রতিবেদক : ৮ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য পর্যাপ্ত ঋণ প্রশাসনের লক্ষ্যে ঘোষিত মুদ্রানীতি আগের মত সতর্কভাবে সংকুলানমুখী রয়েছে বলে মন্তব্য করেছেন গভর্নর ফজলে কবির।
আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর ফজলে কবির এ মুদ্রানীতি ঘোষণা করেন।
ফজলে কবির বলেন, ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতিতে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ। ২০২০ সালের জুন পর্যন্ত ১৪ দশমিক ৮০শতাংশ ধরা হয়েছে।
তিনি বলেন, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পাবলিক সেক্টরে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ২৫ দশমিক ২০ শতাংশ এবং ২০২০ সালের জুন পর্যন্ত ধরা হয়েছে ২৪ দশমিক ৩০ শতাংশ।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালেক কাজেমী, উপদেষ্টা এসকে সুর চৌধুরী, বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, ডেপুটি গর্ভনর এসএম মনিরুজ্জামান, আহমেদ জামালসহ মহাব্যস্থাপকেরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।