স্পোর্টস ডেস্ক : যে খেলার নাম শুনেই এক উত্তেজনা ভক্তদের মনে সৃষ্টি হয়ে যায় সেটা হল বিশ্বকাপ ফুটবল। আর আগামী বিশ্বকাপ শুরু হবে ২০২২ সালে কাতারে, সেই কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের সময়সূচি ঘোষণা করা হয়েছে। সর্বমোট ১০টি দলের অংশগ্রহণে এবারও মাঠে গড়াবে এই আকর্ষণীয় বাছাইপর্ব!
গতকাল মঙ্গলবার কাতার বিশ্বকাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠান অনুযায়ী দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বলিভিয়া। আর এ ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারবেন মেসি।
এদিকে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ৪টি দল। ৫ম স্থান অর্জনকারী দল খেলবে প্লে-অফ এবং প্রত্যেক দলই একে-অপরের বিপক্ষে হোম এবং এওয়ে ভিত্তিতে সর্বমোট ১৮টি ম্যাচে মাঠে নামবে।
প্রথম রাউন্ডে বলিভিয়ার পর দ্বিতীয় রাউন্ডে পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল। প্রথম রাউন্ডের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে এবং চিলি। আকর্ষণীয় দল ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে অক্টোবরে ৬ষ্ঠ রাউন্ডের খেলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।