জুমবাংলা ডেস্ক : রাজধানীর চকবাজারে একটি হার্ডওয়্যার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
শনিবার রাত ১০টা ৪৪ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, পুরো মার্কেটে প্রায় হাজারখানেক দোকান রয়েছে। কিন্তু অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। ফলে তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কাজ করছেন। মার্কেটের নিচতলায় হার্ডওয়ারের দোকানগুলোর বেশিরভাগই কাঠ, টিন এবং ছন থাকায় আগুনের মাত্রা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।