জুমবাংলা ডেস্ক : বগুড়ার শেরপুরে নাঈম (৭) নামের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাতুড়ে চিকিৎসক আকবর আলীর (৫৫) বিরুদ্ধে। গতকাল রোববার উপজেলার আমিনপুর কেরানী বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আকবর আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর বাবা ইছা মিয়া।
স্থানীয়রা জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের ইছা মিয়ার ছেলে নাঈম গত রবিবার দুপুরে আমিনপুর কেরানী বাজারে খেলাধুলা করছিল। এ সময় একই গ্রামের আকবর আলী তাকে চকলেট খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে ঘরে নিয়ে যায়। এরপর তাকে বলাৎকার করে।
পরিবার সূত্রে জানা যায়, নাঈম বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের কাছে বিষয়টি জানায়। পরে গতকাল বিকেলেই ভুক্তভোগীর বাবা ইছা মিয়া বাদী হয়ে শেরপুর থানায় আকবর আলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা আরও জানান, এ ঘটনার পর আকবর আলী আত্মগোপনে রয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী আকবর আলীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কথিত ডাক্তারের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel