চকোলেটের ওপর মিলল ফাঙ্গাস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : চকোলেটের বারের ওপর দেখা মিলল ফাঙ্গাসের। সম্প্রতি এক ব্যক্তি ছবিটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি। বিষয়টি ভাইরাল হয়ে যেতেই টনক নড়েছে ক্যাডবারি সংস্থার। ক্ষমা চেয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

সোশ্যাল মিডিয়ায় চারটি ছবি পোস্ট করেছেন ওই ব্যক্তি। ওই চারটি ছবিতে অর্ধেক খোলা অবস্থায় চকোলেটের প্যাকেটটিকে দেখানো হয়েছে। সেখানে দেখা গিয়েছে, চকোলেটের গায়ে সাদা রংয়ের ফাঙ্গাস লেগে রয়েছে। ওই ব্যক্তি ছবিগুলিকে পোস্ট করার সঙ্গে সঙ্গে জানিয়েছেন, চকোলেটটি তৈরি হওয়ার সময় দেয়া হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে। ফলে চকোলেটটি এক্সপায়ার হয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। ছবিটি দেখে সংস্থার তরফে যাতে ব্যবস্থা নেয়া হয় সেই আর্জিই জানিয়েছিলেন তিনি।

ছবিটি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় সাড়া মেলে। গত ২৭ এপ্রিল পোস্টটি করার পর সোশ্যাল মিডিয়া ৫ লাখ ৯০ হাজার ভিউ হয়ে যায়। সেই সঙ্গে এই বিষয়ে অনেককেই মন্তব্য করতে দেখা যায়। শেষ পর্যন্ত টনক নড়ে ক্যাডবারি সংস্থাটির।

সংস্থাটির তরফে জানানো হয়েছে, ‘মনডেলেজ ইন্ডিয়া ফুড প্রাইভেট লিমিটেড তাদের উৎপাদিত পণ্যের মান সবসময় ঠিক রাখার চেষ্টা করে। তবে যে বিষয়টি ঘটছে তারজন্য আমরা ক্ষমাপ্রার্থী।’ এরপরই সংস্থার তরফে ওই ব্যক্তিকে পুরো বিষয়টি ইমেল মারফত জানানোর অনুরোধ করা হয়।