জুমবাংলা ডেস্ক : ঢাকা থেকে কম্বোডিয়ার রাজধানীতে সরাসরি বিমান চালুর জন্য একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে দুই দেশ। গত ২৭ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ-কম্বোডিয়ার যৌথ কমিশনের প্রথম বৈঠকে এই পরিকল্পনা গ্রহণ করা হয়। সম্প্রতি কম্বোডিয়ার সংবাদ মাধ্যম খমের টাইমস এর একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিশেষ করে পর্যটন খাতকে সমৃদ্ধ করতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, কম্বোডিয়া এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে বেশ সন্তুষ্ট। এই সম্পর্ক আরও দৃঢ করার লক্ষ্যে কাজ করছে দুই দেশের সরকার।
তিনি আরও বলেন, সরাসরি বিমান সংযোগ স্থাপনের ফলে দু দেশের যোগাযোগকে জোরদার করা হবে।
এ বিষয়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা নিয়ে শিগগিরই দুই দেশের চুক্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।