চঞ্চল-নচিকেতার আড়াই মিনিটের ভিডিওতে উত্তাল নেটদুনিয়া

চঞ্চল-নচিকেতার আড়াই মিনিটের ভিডিওতে উত্তাল নেটদুনিয়া

বিনোদন ডেস্ক: চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় ছবি ‘হাওয়া’। মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল এই ছবির ‘সাদা সাদা কালা কালা’ গানটি। এবার কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা ও চঞ্চলের যৌথকণ্ঠে শোনা গেল গানটি।

শুক্রবার (৩ মার্চ) রাতে যুগলবন্দির সেই ভিডিওটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গলা ছেড়ে গান ধরেছেন এই দুই তারকা। ‘সাদা সাদা কালা কালা’ গানে সুর তুলছেন চঞ্চল, আর তার সঙ্গে সেই গানে গলা মেলাচ্ছেন নচিকেতা। ইতোমধ্যে ওই ভিডিও দেখে অনেক প্রশংসা করেছেন তাদের ভক্ত-অনুরাগীরা।

চঞ্চলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

পরিবার-পরিজন নিয়ে গতরাতে নচি’দা মানে নচিকেতা চক্রবর্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস….। স্মরণে রেখে দেওয়ার মত চমৎকার স্মৃতি।

আড্ডায় উপস্থিত রবি চৌধুরী, চন্দন সিনহা, কবির বকুল, বৃন্দাবন দাস, শাহানাজ খুশী, দিব্য, সৌম্য, উদয়, শান্তা, শুদ্ধ। বিশেষ মানুষ ইকবাল ভাই। গানে গানে কাটল অনেকটা সময়। অনেক গল্প তো বটেই।

বিশেষ করে দিব্য, সৌম্য, শুদ্ধকে দেখে নচি’দা খুব খুশী। ওরাও নচি’দাকে পেয়ে মহা খুশি। আমাদের সৌভাগ্য, আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচি’দা, তোমার সুস্থতা কামনা করি এবং দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ‘পদাতিক’ ছবির শুটিং শেষ করেছেন চঞ্চল। ছবিটি নির্মাণ করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিতে নির্মাতা মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে ‘হাওয়া’ খ্যাত এই অভিনেতাকে।

পূর্ণিমাকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি: শাবনূর