নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে চটের বিছানায় ঘুমানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে জুয়েল (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চটের বিছানায় ঘুমানো নিয়ে জুয়েলের সঙ্গে রাকিব ও তার ভগ্নিপতি রবিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিন ছুরি দিয়ে জুয়েলের বুকের বাম পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, ধস্তাধস্তির সময় রাকিবের হাতে থাকা ছুরি জুয়েলের বুকে লাগে এবং এসময় রবিনের হাতও কেটে যায়। আটক দুইজনের বিরুদ্ধেই পূর্বে চুরির মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।