জুমবাংলা ডেস্ক: স্মার্ট বাংলাদশ বিনির্মাণে তরুণ ও যুব সমাজের দক্ষতা বাড়ানোর নিমিত্তে দিনব্যাপী চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশতিয়াক ইমনের উদ্যোগে ফ্রিল্যান্সিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে সহযোগিতায় ছিল ডিইসি ইয়ুথ ফাউন্ডেশন এবং নেক্সটজেন বাংলাদেশ।
এই ফ্রিল্যান্সিং কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
বেকারত্ব কমানো ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির লক্ষে ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে ফ্রিল্যান্সিং পেশায় আগ্রহী করে তোলার জন্য ও গুরুত্ব বুঝানোর জন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশতিয়াক ইমন এই ফ্রিল্যান্সিং কর্মশালার আয়োজন করেন।
এখানে অংশগ্রহণ করতে আসা সকাল ও বিকালে ২টি সেশনে ৭০০ ছাত্র-ছাত্রী ও যুব সমাজ এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এতে সেশন স্পিকার হিসেবে ছিলেন ডিইসি ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও স্কিল ডেভেলাপ কন্সালটেন্ট সোমেন কানুনগো, ফ্রিল্যান্স ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনার ও স্কিল ডেভেলাপমেন্ট সেল এর ট্রেইনার আব্দুল মান্নান আসিফ এবং ফ্রিল্যান্স ওয়েব ডেভেলাপার ও ইউসেপ বাংলাদেশের ট্রেইনার রাকিব উদ্দিন যৌথভাবে তিনটি ধাপে কর্মশালাটি পরিচালনা করেন।
বক্তারা নিজেদের ফ্রিল্যান্সিং অভিজ্ঞতার আলোকে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং রোডম্যাপ প্রদান করেন, বিভিন্ন মার্কেটপ্লেস পরিচিতি, চাহিদাসম্পন্ন স্কিল ও বিভিন্ন ফ্রিল্যান্সিং চ্যালেঞ্জগুলো নিয়ে বিশদ আলোচনা করেন।
তরুণদের সবার প্রাণবন্ত অংশগ্রহণ ও জানার প্রবল আগ্রহ বিবেচনা করে এবং ভবিষ্যৎ সফল ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে ফ্রিল্যান্সিং কর্মশালা শেষে আনোয়ারা ফ্রিল্যান্সিং ক্লাব গঠন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।