জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের হেলপার মো. মুরসালিন (২০) নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন ট্রাকের চালক মো. শাহ আলম (৫৫)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তুর্ণা নিশিতা ট্রেনের সাথে ক্রসিংয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় একটি মিনি পিকআপও দুর্ঘটনার শিকার হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, রাত ২টার নাগাদ তাদের দু’জনকে হাসপাতালে আনা হলে মুরসালিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজন শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চট্টগ্রাম জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চিনকি আস্তানা রেলস্টেশন এলাকার বারইয়ারহাট রেলক্রসিং এ দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি। এ ঘটনায় গেটম্যান আনোয়ারের কোন গাফিলতি আছে কি না তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।