Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের রাউজানে একটি হাসপাতালে একসঙ্গে ৩ শিশুর জন্ম দিয়েছেন নুরী আক্তার। নবজাতক তিন সন্তানের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে।
উপজেলার নোয়াপাড়া পথেরহাটের কসমিক ডায়াগনস্টিক এন্ড হসপিটালে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মো. রুবেলের স্ত্রী এ তিন শিশুর জন্ম দেন। সিজার অপারেশনের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়।
শুক্রবার (১৯ জুন) হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম এ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, নবজাতক ৩ শিশু ও তাদের মা সুস্থ রয়েছেন। আশা করি, তারা আগামী রবিবার (২১ জুন) হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
এদিকে, মহামারি করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে সুস্থভাবে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জম্ম দেয়ার পর খুশির বন্যা বইছে পরিবারটিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।