Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাস রোধে বুধবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর ইউএনবি’র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম বলেন, ‘করোনাভাইরাস দ্রুত সংক্রমিত হওয়ায় সাতকানিয়া উপজেলা লকডাউন করতে নির্দেশনা দেয়া হয়েছে।’
যোগাযোগ করা হলে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবারক হোসেন বলেন, ‘আজ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাতকানিয়া উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।’
উল্লেখ্য, চট্টগ্রামের মোট ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে ৮ জনই সাতকানিয়ার হওয়ায় সাতকানিয়াকে করোনাভাইরাস সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে বিবেচনায় নেয় প্রশাসন।
এর আগে, করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর পর সাতকানিয়ার কয়েকটি গ্রামের ৪০০ বাড়ি লকডাউন করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।