চট্টগ্রামের ১২ উপজেলায় করোনা রোগী নেই

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের ১২ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। নগরী ও অবশিষ্ট দুই উপজেলায় এ সময়ে ২ জনের মৃত্যু ও ২৮ জনের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ১ দশমিক ৯৫ শতাংশ।

চট্টগ্রাম জেলার করোনা বিষয়ক হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের রিপোর্টে এ সব তথ্য জানা যায়।

রিপোর্টে দেখা যায়, নগরীর সরকারি-বেসরকারি ছয়টি এবং ফৌজদারহাট বিআইটিআইডি ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে গতকাল চট্টগ্রামের ১ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত ২৮ জনের মধ্যে শহরের ২৩ ও দুই উপজেলার ৫ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানে ৪ জন ও বোয়ালখালীতে ১ জন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৭৫২ জন। এর মধ্যে শহরের ৭৩ হাজার ৬৯৪ ও গ্রামের ২৮ হাজার ৫৮ জন।

গতকাল করোনাভাইরাসে শহরের ২ জন মারা যায়। মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ৩০১ জন হয়েছে। এতে শহরের ৭১৮ ও গ্রামের ৫৮৩ জন।