
জুমবাংলা ডেস্ক : নিষেধাজ্ঞা অমান্য করে নগরীতে অকারণ ঘোরাফেরা ও আড্ডারত ১২০ যুবককে আটক করেছে সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। শনিবার নগরীর হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উমর ফারুক।
Advertisement
আটক ১২০ জনের মধ্যে ১০৭ জনকে ঘর থেকে বের হওয়ার শর্তে শপথ করিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি ১৩ জনকে ২ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় জনগণকে ঘরে থাকার জন্য মাইকিং করা হয়। পাশাপাশি বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


