বেরোবি প্রতিনিধি : চট্টগ্রামে ইসকন সমর্থক কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ (২৬ নভেম্বর ) রাত সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে মডার্ন মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
এসময় শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি; জঙ্গিবাদের ঠাই নাই, আমার সোনার বাংলায়’, ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন ধরনের প্রতিবাদি স্লোগান দেন।
এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের এই প্রতিবাদ এবং হুশিয়ারি সাধারণ হিন্দুদের বিরুদ্ধে নয়, জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে। ইসকন সারাদেশে যেরকম নৈরাজ্য সৃষ্টি করছে আমাদের এই আন্দোলনটা তাদের বিরুদ্ধে। তারা যদি ষড়যন্ত্র এবং নৈরাজ্য না থামায় আমরা তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
তারা আরও বলেন, আমরা জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ চাই এবং তাদের হামলা ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।