চট্টগ্রামে আদি মোহিনী কাঞ্জিলালের সপ্তাহব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

জুমবাংলা ডেস্ক: ভারতের স্বনামধন্য ব্র্যান্ড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল রাজধানী ঢাকার পর বন্দরনগরী চট্টগ্রামে দ্বিতীয় শাখার উদ্বোধন করেছে। এ উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আজকে ছিল সমাপনী দিন।

মঙ্গলবার (১ আগস্ট) বিকালে নগরীর টেরীবাজার বক্সিরহাট বিট সংলগ্ন ফয়েজ আলী সিটি সেন্টারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আদি মোহিনী কাঞ্জিলাল চট্টগ্রাম শাখার স্বত্বাধিকারী শিবলী মাহমুদ সুমনের সভাপতিত্বে এতে ব্যবসায়ী নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা কেক কেটে শোরুমের সপ্তাহব্যাহী উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। শেষ দিনেও গ্রাহকদের জন্য পণ্য ক্রয়ে ছিল বিশেষ ছাড়।

২৫ জুলাই বন্দর নগরীর টেরীবাজার বক্সিরহাট বিট সংলগ্ন ফয়েজ আলী সিটি সেন্টারের তৃতীয় ও চতুর্থ তলায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বাংলাদেশে তাদের দ্বিতীয় এই শোরুমের উদ্বোধন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল কর্ণধার স্কর্ণালী কাঞ্জিলাল ও আশীষ কাঞ্জিলাল। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা।