জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন অপরাধে এসএবি নামের একটি ইটভাটার ম্যানেজার কিরণ সিকদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার এওচিয়া ইউনিয়নে স্থানীয় উপজেলা প্রশাসনের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে এলএবি ইটভাটার ম্যানেজার মো. জহির ও এইচএবি ইটভাটার ম্যানেজার ফজলুল কাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী জানান, নিষিদ্ধ স্থানে ইটভাটা স্থাপন ও ইট পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী- একটি ইটভাটার ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপনের অপরাধে দুইটি ইটভাটার ম্যানেজারকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানোর জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন সজীব এবং ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি টিম সহযোগীতা করেছেন বলে জানান আরাফাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।