Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে ভূমি আত্মসাতের অভিযোগে ‘ইসকন’ এর সঙ্গে হওয়া চুক্তি বাতিলের জন্য আইনগত প্রক্রিয়ায় যাচ্ছে ঐতিহ্যবাহী প্রবর্তক সংঘ।
শনিবার (২৬ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান চট্টগ্রাম প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ইসকনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মন্দির ও ভূমির একমাত্র মালিক প্রবর্তক সংঘ হওয়া সত্ত্বেও ইসকন পুরো জায়গাটি নিজেদের দাবি করছে। এছাড়া বিদ্যুৎ বিভাগ, কর্ণফুলী গ্যাস ও ওয়াসা কর্তৃপক্ষের কাছে মিথ্যা ও জাল দলিল দিয়ে সংযোগ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার (১০ জুন) থানায় জিডি এবং বুধবার (১৬ জুন) দুদকে ইসকনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বলেও জানিয়েছেন তিনকড়ি চক্রবর্তী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।