জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৮ ঘণ্টায় ৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৭৫৪ জনে। মোট মারা গেছেন ২২৩ জনে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৫টি করোনা ল্যাবে ৩৮০টি নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ল্যাব ভিত্তিক পরিসংখ্যানে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৪ টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬১টি ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চবির ল্যাবে ১৮ জন, বিআইটিআইডিতে ২২ জন, চমেক ল্যাবে ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া, চট্টগ্রামের বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৩টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন করোনা শনাক্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।