জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে নতুন আক্রান্ত তিন সাংবাদিকের শরীরের করোনার কোনো উপসর্গ নেই। তারা ভালোই আছেন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন তারা। এই তথ্য জানিযে্ছেন আক্রান্তদের কর্মস্থল চ্যানেল টুয়েন্টিফোর ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের দুই চট্টগ্রাম প্রধান।
এর আগে সোমবার রাতে চট্টগ্রামে একদিনে পুলিশ-সাংবাদিকসহ ৫৪ জনের দেহে করোনা-শনাক্তের খবর দেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
সিভাসু, চমেকের বাইরে সোমবার বিআইটআইডিতে ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ২৭ জনের। এর মধ্যে ২১ জনই চট্টগ্রাম নগরের। তাদের মধ্যে আক্রান্ত তিন সাংবাদিক হলেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জোবায়ের মনজুর, ক্যামেরাপারসন হারুন উর রশিদ এবং ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপারসন মোহাম্মদ আলমগীর।
চ্যানেল টোয়েন্টিফোরের রিজিওনাল এডিটর কামাল পারভেজ একটি গণমাধ্যমকে জানান, আমাদের করোনা আক্রান্ত দুই সহকর্মী এখন অনেকটা সুস্থ। সপ্তাহখানেক আগে তাদের জ্বরের উপসর্গ ছিলো। গত শনিবার তাদের নমুনা নেয়া হয়। আজ নমুনার ফলাফল পজিটিভ আসে। যেহেতু তারা সুস্থ আছেন, তাই বর্তমানে তারা বাসাতেই আইসোলেশানে থেকে চিকিৎসা নিচ্ছেন।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যাুরো ইনচার্জ অনুপম শীল জানান, আমাদের সহকর্মী ক্যামেরাপারসন মোহাম্মদ আলমগীর করোনা আক্রান্তের এক সহকর্মীর সংস্পর্শে এসেছিলেন। তাই গতকাল তাঁর নমুনা পরীক্ষার পাঠানো হয়। আজকে তার ফলাফল আজ পজিটিভ আসে। যেহেতু উনার শরীরে কোনো উপসর্গ নেই তাই তিনি বাসাতেই আইসোলেশানে থেকে চিকিৎসা নেবেন।
এই তিনজনসহ এখন পর্য়ন্ত চট্টগ্রামে করোনা-আক্রান্ত হলেন ৬ সাংবাদিক। এর আগে পাঠকডট নিউজের সম্পাদক ও ইউএনবির চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসান রিটন, সিভয়েস অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার মিনহাজ মুহি আক্রান্ত হন। তারা সবাই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং ভালো আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।