Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেবতোষ বড়ুয়া (৫৭) নামের এক শিক্ষক। শুক্রবার দুপুরে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দেবতোষ বড়ুয়া নগরের রেলওয়ে ট্রেনিং একাডেমির সিনিয়র শিক্ষক। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। তিনি নগরের হালিশহরে অবস্থিত রেলওয়ে ট্রেনিং একাডেমিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রেলওয়ের ট্রেনিং একাডেমির সিনিয়র ট্রেনিং অফিসার আবুল কাশেম জানান, করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার জেনারেল হাসপাতালে ভর্তি হন দেবতোষ বড়ুয়া। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।