Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নগরীতে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো।
বুধবার রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩০ বছর বয়সী এক নারী করোনার উপসর্গ নিয়ে নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে চট্টগ্রামে নতুন করে গতকাল আরও পাঁচজনের শরীরে নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মোট করোনা সংক্রমণ মিলেছে ৩৩ জনের।
ডা. হাসান শাহরিয়ার কবির জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ছয়জনের নমুনায় মিলেছে করোনা। নতুন করে শনাক্তদের মধ্যে পাঁচজন চট্টগ্রামের ও একজন নোয়াখালীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।