চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত বছর ৩ এপ্রিল নগরীতে প্রথম সংক্রমণ শনাক্ত হয়। এরপর বিগত ১৭ মাসে করোনার ভাইরাসবাহক লাখ পূর্ণ হয়।

২৪ ঘন্টায় সর্বনিম্ন ১২০ জনের সংক্রমণ সনাক্ত হয়। আক্রান্তের হার ১১ দশমিক ৮২ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৬ জনে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘জেলায় সংক্রমণের নিম্নমুখী প্রবণতা আশা জাগছে। আগের দু’দিন হার ১০ এর নিচে থাকলেও গতকাল সামান্য বেড়েছে। তবে সংক্রমণ হারের এ অবস্থাকে আমরা স্বস্তিদায়ক বলতে পারি না। নিম্নমুখী এ প্রবণতাকে ধরে রাখতে হলে প্রয়োজন বেশি করে স্বাস্থ্যবিধি মেনে চলা। বর্তমানে আমরা লকডাউনের সুফল পাচ্ছি। এখন জীবন-জীবিকার সমন্বয়ের লক্ষ্যে সবকিছুই খুলে দেয়া হচ্ছে, ফলে আমাদেরকে অধিক সচেতন হতে হবে।’

তিনি বলেন, ‘সংক্রমণ হার ৫ এর নিচে এলে স্বস্তিদায়ক বলা যায়। করোনা ভাইরাসেকে প্রতিরোধ বা নির্মূলের সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হলো বিধি-নিষেধসমূহ কঠোরভাবে মেনে চলা। অন্যথায় আমাদেরকে আবারো নাজুক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’