জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
বুধবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত আ ফ ম জাহেদ (৪১) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ (উত্তর) এ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
আ ফ ম জাহেদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকার মো. জয়নাল আবদীনের ছেলে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, ট্রাফিক কনস্টেবল আ ফ ম জাহেদ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার করোনা উপসর্গ ছিল। নমুনা সংগ্রহ করা হয়েছে।
জাহেদের ছোট ভাই এস.এম তবরেজ বলেন, আমার ভাই বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। তার আর কোনো উপসর্গ ছিল না। মঙ্গলবার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। করোনা উপসর্গ থাকায় ২৫ জুন পরীক্ষার জন্য তার নমুনা দেয়া হয়। সে রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।